মানুষ গড়ার কারিগর সমগ্র শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রতি শ্রদ্ধাশীল চিত্তে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। হারিয়ে যাবেন না,ভালো থাকুন। মাথা উঁচু করে লড়াই করে বাঁচুন।❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
9/9/2022 • 2 minutes, 58 seconds
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের- 'কালো বস্তির পাঁচালি '😌
সন্তানের জন্য অসহায় মায়ের কাতর আর্তি।😌😌
7/30/2022 • 3 minutes, 15 seconds
কবি কাজী নজরুল ইসলামের 'রাজ ভিখারি '❤️❤️❤️
'ত্যাগ'মহান প্রাণের অধিকারী মানুষেরা অনায়াসে করতে পারে।ত্যাগে আছে মহানতা।❤️❤️❤️
6/24/2022 • 2 minutes, 22 seconds
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কালো 'বস্তির পাঁচালি '
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে 'ধনী -গরিব নির্বিশেষে সব মায়ের ই একই চাওয়া।❤️❤️❤️
6/24/2022 • 11 minutes, 59 seconds
কবি সত্যেন্দ্রনাথ দত্তের 'বাংলাদেশ '!!!🌴🌴🌴🌳🌳🌳🌵🌵🌵🌱🌱🌱🍀🍀🍀☘️☘️🌿🌿🌻🌻🌻🌻🌺🌺🌺🥀🥀🌹🌹
বাংলাদেশ সবুজে সবুজ। চারিদিকে🌱🌱🌱 গাছপালা লতাপাতা দিয়ে প্রকৃতি মাতা পরম মমতায় জড়িয়ে রেখেছেন। কি নেই এখানে স্নেহ,প্রেম, মমতা, ভালোবাসা সব আছে। 🌱🌱🌱🌵🌵🌵🌵🌳🌳🌳🌴🌴🌴☘️☘️☘️🌹🌹🌹🥀🥀🥀🌻🌻🌻🌺🌺🌺🌼🌼🌼🌱🌱🌱🌵🌵🌵🌴🌴🌴🌴🌴
5/14/2022 • 1 minute, 43 seconds
কবি কাজী নজরুল ইসলামের 'প্রভাতী'🌄🌄
গ্রাম বাংলার প্রভাতী রূপ দেখতে অপূর্ব লাগে।এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা একটু ইচ ্ছে করলেই সেই অসম্ভব সুন্দর দৃশ্যটি প্রতিনিয়তই দেখতে পারে। যাদের এখন দেখা হয়নি, তারা অবশ্যই যে যেখানে আছেন, সে সেখান থেকেই দেখবেন খুব ভালো লাগবে। 👍👍🙏🙏❤️❤️☺️☺️
5/14/2022 • 1 minute, 56 seconds
'শেষ লেখা '১৩ নম্বর কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️❤️❤️
জীবনের সব প্রশ্নের উত্তর জানা কি সম্ভব??? সম্ভব নয়। তবুও তো মনের কোণে প্রশ্ন উঁকি দেয়। ❤️❤️🙏🙏🙏
5/10/2022 • 59 seconds
'রোগশয্যায়'-২৭ নম্বর কবিতা।
১৯৪০ সালে কবি অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ের করুণ পরিস্থিতির একটি দৃশ্য কবিতাটিতে পরিস্ফুটিত হয়েছে। ❤️❤️❤️🙏🙏🙏
5/10/2022 • 1 minute, 49 seconds
'কঙ্কাল '(পূরবী) -রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️🙏
মানুষ অমরত্ব লাভ করেছে তার কর্মের মাধ্যমে। সৃষ্টিই এনে দেয় অমরত্ব। জীবন তো নশ্বর। আজ আছি কাল নেই। কিন্তু আমার ভালো কাজ থেকে যাবে চিরকাল। ❤️❤️❤️🙏🙏🙏
5/10/2022 • 3 minutes, 4 seconds
'বিদেশী ফুল '(পূরবী) রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️
অনেক সময় "ভালোবাসা"!!! নাম,ভাষা, দেশ গোন্ডি কোন কিছুতেই বাঁধ সাধতে পারেনা। ভালোবাসা দূরন্ত গ তিতে ছুটে চলে পূর্ণতার মোহনায় সব কিছুকে তুচ্ছ করে নিজেকে সার্থক রূপ দিতে।❤️🙏
5/10/2022 • 2 minutes, 52 seconds
'দুই আমি '(শিশু ভোলানাথ) -রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️
প্রতিটি মানুষই এক একটি রহস্যের কৌটো।দুই আমির লড়াই অনবরত চলতেই থাকে। ☺️
5/10/2022 • 1 minute, 44 seconds
'দ্রষ্টা' শান্তিনিকেতন গ্রন্থের প্রবন্ধ। ❤️❤️
নিজেকে জানার চেষ্টায় সদা ব্যকুল থাকতে হবে। তবে নিজেকে জানা অত সহজ নয়। তাই বলে হাল ছাড়া যাবে না।নিজেলে জানা হলে মুক্তি পাবে সহজে ভবের জ্বালা থেকে। ❤️❤️❤️👍👍👍👍👍👍👍হাল ছেড়োনা বন্ধু। 🙏🙏🙏🙏
5/7/2022 • 5 minutes, 40 seconds
'পঁচিশে বৈশাখ '-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️❤️🙏🙏
❤️❤️লহো প্রণাম 🙏🙏🙏❤️❤️কবি তুমি বিস্ময়!!! কবি তুমি চির মহান। তোমার কবিতা আমার বেঁচে থাকার অবলম্বন। নিজেকে ভালো রাখার উপকরণ। তোমার জন্ম ভগবানের শ্রেষ্ঠদান।তোমার কবিতা ও গান শুনে বেঁচে থাকে, ভালো থাকে অনেক অনেক প্রাণ। ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
সবার জীবনেই প্রেম আসে একবার। তবে সবার প্রেম সফল হয় না।নাই বা হলো তাই বলে কি বাঁচবোনা?নাকি খারাপ হব।অভিমান থাক মনের কোণে, কার মনে কি আছে কে জানে? তবে শুনেছি জন্ম -মৃত্যু -বিয়ে তিন বিধাতা নিয়ে। প্রথম প্রেম ভাগ্যবান-ভাগ্যবতীদের সফল হয়, সবার নয়। হাস্যমুখে সকল দুঃখ ভাসিয়ে দাও,দাও দাও।চলাই জীবন, থেমে যাওয়া একদম বারণ।পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকার অনেক অনেক অনেক পথ আছে। তাই বাঁচো,প্রাণ ভরে বাঁচো।'ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো।'-রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
5/7/2022 • 3 minutes, 21 seconds
'নির্ঝরের স্বপ্নভঙ্গ '-কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️❤️❤️🙏🙏🙏🙏
❤️❤️❤️কবি গুরু লহো প্রণাম।❤️❤️❤️🙏🙏🙏মনের কোনের সব গ্লানি মুঝে যাক তোমার লেখা কবিতা পাঠের মাধ্যমে। তোমার কবিতা আমার বেঁচে থাকার অক্সিজেন। ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
5/7/2022 • 3 minutes, 2 seconds
শোক-কবি সুজাতা রায়।
আমাদের ঠাকুমা, দিদিমারা অতি অল্পতেই খুশি থাকত।সংসারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তাদের কাছে খুবই গুরুত্ব পেত।মন দিয়ে স্বামী -সন্তানের সেবা করত,বিনিময়ে কি পাওয়া যাবে তার হিসাব তারা কখনও করত না। সংসারটাকে দু'হাতে যত্ন করে সাজিয়ে তোলবার চেষ্টা করত।সংসারের সবাইকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করত।বিনিময়ে খুব যে বেশি কিছু পেত,তা কিন্তু নয়।তবে মনের মানুষকে নিয়ে জীবনটা তাদের ভালোই কেটে যেত।মনের মানুষের অবর্তমানে তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে এই সংসার সমুদ্রে ভেসে থাকত।❤️❤️❤️
5/7/2022 • 4 minutes, 9 seconds
"পূব-পশ্চিম"-কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সব ভাষা-ভাষী মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই, মা এর যেমন বিকল্প হয় না,তেমনি মাতৃভাষার ও বিকল্প হয় না। ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
2/21/2022 • 4 minutes, 40 seconds
"কৃষ্ণচূড়া"!!!! নরেশ গুহ।
ভালোবাসার কোনো বিকল্প নেই। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2/2/2022 • 1 minute, 22 seconds
"-বাড়ি "অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
আমাদের মন বড়ো বিচিত্র, কখনও মনে হয় এটা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু সময় দেখায় অন্য হিসাব। আজকের চাওয়া ভবিষ্যতে মনে হয়, না চাইলেও ক্ষতি হয়তো হতো না। কিন্তু চাওয়ার সময় পাওয়ার গুরুত্ব অনেক অনেক বেশি গুরুত্ব পায়। মন শুধু বলে"আমি সোনার হরিণ চাই "কিন্তু সোনার হরিণ যেমন বিপদের সংকেত বহণ করে, তেমনি কিছু চাওয়া অনেক সময় ভুল ও হয়ে থাকে। সব চাওয়া সব সময় সঠিক হয় না। তবে কি চাই আর কি চাই না সেটা অনেকের কাছে অস্পষ্ট।সন্তোষেই শান্তি। 🏠🏡🏘
2/2/2022 • 4 minutes, 16 seconds
"দিকচক্রবাল ঘুরে "
জীবনে অনেক কিছু মরীচিকার মতোই হাতছানি দিয়ে ডাকে,তার কিছু ধরাছোঁয়ার বাইরে, আবার কিছু উপলব্ধিতেই সীমাবদ্ধ। এক জীবনে সব পেয়ে গেলে না পাওয়ার যন্ত্রণা অধরাই থেকে যায়। কিছু দুঃখ থাকা ভালো। ❤️❤️❤️💯💯💯💯
1/29/2022 • 3 minutes, 2 seconds
'দয়ার সাগর'- মাইকেল মধুসূদন দত্ত।
কৃতজ্ঞ ব্যক্তি কৃতজ্ঞতা জানায় আন্তরিক ভাবে। মাই কেল মধুসূদন দত্ত তাঁর লেখনীর মাধ্যমে অন্তরের অন্তস্তল থেকে বিদ্যাসাগর মহাশয়কে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। 🙏🙏🙏
12/11/2021 • 1 minute, 30 seconds
'সই কেবা শুনাইল শ্যাম নাম'- দ্বিজ চণ্ডীদাস।
'পূর্বরাগ ' মূলত দুই প্রকার -১.শ্রবনজ(কানে শুনে)। ২.দর্শনজ(চোখে দেখে)। চোখে না দেখে, শুধু মাত্র বর্ণনা শুনে যদি কাউকে ভালো লাগে, তাহলে তাকে শ্রবন-জাত পূর্বরাগ বলে।এই কবিতাটিতেও আমরা রাধারাণীকে কৃষ্ণের বর্ণনা শুনে প্রেমে পড়ার দৃশ্য অনুভব করতে পারব।❤️❤️❤️
12/4/2021 • 1 minute, 33 seconds
'সত্ পাত্র '-সুকুমার রায়।
পাত্র-পাত্রীদের খুব চাপ হয়ে যায়, যদি এই রকম হিতাকাঙ্ক্ষী প্রতিবেশী /প্রতিবেশিনী থাকে। 😂😂😂
12/4/2021 • 1 minute, 43 seconds
'বুড়ির বাড়ি '-সুকুমার রায়।
সমগ্র বিশ্ব জুড়ে আজও কত অসহায় বুড়িমা,এই ভাবেই দিন কাটিয়ে দিচ্ছে।
12/4/2021 • 1 minute, 51 seconds
'খাই খাই'-সুকুমার রায়।
খেতে কে না ভালোবাসে। এভাবে ও খাওয়ার বর্ণনা দেওয়া যায়।সত্যি খুব মজার কবিতা। ভোজন রসিকদে পছন্দ নাও হতে পারে।তবে কবিতাটি বেশ ভাল ো। ❤️❤️❤️
12/4/2021 • 4 minutes, 46 seconds
'ভয় পেয়ো না'-সুকুমার রায়।
ভয় কে জয় করতে হবে সব সময়।☺️
12/4/2021 • 1 minute, 31 seconds
'মেঘের খেয়াল'-সুকুমার রায়।☁️☁️☁️☁️☁️ ❤️❤️❤️❤️
প্রকৃতির রূপ এক একজনের কাছে এক এক রকম করে ধরা দেয়।'মেঘের খেয়াল 'কবিতায় মেঘেদের বিচিত্র দৃশ্যের বর্ণনা শিশুদের মনে বেশ কৌতুহল জাগায়। আকাশের বুকে মেঘেদের বিচরণ সত্যি সুন্দর। ☁️☁️☁️☁❤️❤️❤️❤️
12/4/2021 • 1 minute, 49 seconds
১. সবার আমি ছাত্র, ২পরান মাঝি হাঁক দিয়েছে, ৩.যেতে পারি, কিন্তু কেন যাব?,৪.মাটি।
১.শিক্ষার কোনো শেষ নেই। যতদিন বাঁচি ততদিন শিখি।পৃথিবীতে কোনো কিছুই ছোটো নয়। প্রতিটি মানুষের ও জিনিসের নিজস্বতা থাকে আর সেখান থেকে শেখার ও অনেক কিছু থাকে। আমি সব সময় কিছু শেখার চেষ্টা করি মাত্র। ☺️ ২.দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় মানুষ তখন আপনা থেকেই বিদ্রোহী হয়ে ওঠে। অন্যায় অত্যাচার চিরকাল চলে না।সম্মিলিত প্রতিবাদ অনেক কিছু স্তব্ধ করে দিতে পারে। 🙏 ৩.পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার আছে। ভালো মন্দ মিলিয়ে এই পৃথিবী চলমান। মন বড় জটিল। আমার কাছে যা ভালো তা অন্যের কাছে ভালো নাও লাগতে পারে।আমাদের ব্যক্তিগত 'অনুভূতি '!!!আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমার আমি সবচেয়ে দামি। অস্তিত্বের সংকট যখন, দিশেহারা করে আমায় তখন, নিজের গুরুত্ব নিজেকেই দিতে হয়।যাবো না অকালে ঝরে যাবো না।জীবনকে ভালোবেসে লড়ে যাব আমরণ কাল।❤️❤️❤️ ৪.এমন মানব জমিন রইল পতিত/আবাদ করলে ফলত সোনা। -লালন ফকির। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিজেদের মানব জমিকে উর্বর করে তোলার কাজে নিয়োজিত করার চেষ্টায় সদা সচেষ্ট থাকতে পারলে অনেক মন খারাপের পালা দূরে রাখতে পারব।আমরা আশাবাদী। আমরা জয় করবই।সমস্ত বাঁধাকে তুচ্ছ করে সৃষ্টির আনন্দে,আমরা এগিয়ে যাবই যাব।বিশাল কিছু না করলেও সামান্য কিছু করতে করতে একদিন নিশ্চয়ই আমি আমার গন্তব্যে পৌঁছে যাবই যাব।❤️❤️❤️🙏🙏🙏
10/22/2021 • 10 minutes, 3 seconds
"শাক্ত পদাবলী"/বিজয়ার পদ।
শাক্ত পদাবলীর উদ্ভব হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। শক্তির উপাসকদের বলা হয় শাক্ত।মাতৃশক্তির আরাধনা করে যাঁরা কবিতা/পদ,গান রচনা করেন তাঁদেরকে বলা হয় পদকর্তা। শক্তিদেবী ও শক্তিতক্তের আলোচনা শাক্তপদাবলীর আলোচ্য বিষয়। বাংলায় শক্তি দেবীর দুটি রূপ -একটি মাতৃরূপ ও অন্যটি কন্যারূপ।মাতৃরূপটি হল দেবীর কালিকামূর্তি আর কন্যারূপটি হল পার্বতী বা উমা।'উ'শব্দের অর্থ 'শিব','মা' শব্দের অর্থ 'শ্রী',অর্থাৎ যিনি শিবকে পতিরূপে ধ্যান করেন তিনি উমা।বিজয়া সঙ্গীত মাতৃ হৃদয়ের বেদনা সঙ্গীত।নবমীর প্রভাত থেকেই শুরু হয় বিজয়ার সুর।কন্যার সঙ্গে আসন্ন বিরহের বেদনায় মায়ের অশ্রু বাধা মানে না।😭😭😭😭😭শাক্তপদাবলীর পদকর্তা বা কবিগণ মেনকার মর্মভেদী হাহাকারের দিকটি "বিজয়ার পদ" গুলিতে অসাধারণ ভাবে প্রকাশ করেছেন। ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
10/15/2021 • 9 minutes, 14 seconds
"মিলিদি"!!!! কবি-ব্রত চক্রবর্তী।
মিলিদির মতো মানুষেররা মনে হয় এই রকমই হয়।তাদের অনুভূতি ও চিন্তার স্তর অনেক গভীর। 'সম্পর্ক 'নামক শব্দটির মাধুর্য্য তাদের কাছে অন্য মাত্রা নিয়ে,তাদের হৃদয়কে নিমজ্জিত করে রাখে।!!!!!❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
10/14/2021 • 2 minutes, 48 seconds
"সরলরেখার জন্য "-কবি/জগন্নাথ চক্রবর্তী।
মানুষের জীবন রহস্যে পরিপূর্ণ। আমাদের চাওয়া পাওয়ার মূল্য দিয়ে, আমরা অন্যকে বোঝার চেষ্টা করি।কিন্তু সবটুকু কি বোঝা যায়??? আমার মনে হয় না। কারণ আমার কাছে যা সহজ,অন্যের কাছে তা জটিল। পৃথিবীতে যতই সরলরেখার কমতি থাকুক,মনটাকে সরল রাখতেই হবে। আমরা আশাবাদী নিশ্চয়ই সফল হবো।❤️❤️❤️
10/13/2021 • 2 minutes, 18 seconds
শাক্ত পদাবলী/বিজয়ার পদ -"ওরে নবমী-নিশি না হইও রে অবসান "/পদকর্তা -কমলাকান্ত ভট্টাচার্য।
মা-মেনকা।পিতা -গিরিরাজ। কন্যা-মা দুর্গা। মহালয়ার পুণ্য তিথিতে মাতৃপক্ষের সূচনায় মায়ের আগমনীর পদধ্বনি মা মেনকার মনে যে আনন্দের ঢেউ এনে দ েয়,তা চিরস্থায়ী হতে পারে না। দেখতে দেখতে নবমীর দিন এলেই মা মেনকার মন খারাপের পালা আবার শুরু, কারণ নবমী নিশির অবসানকালে স্বয়ং শিব এসে দুর্গা মাকে আবার নিয়ে যাবে কৈলাশে। মা মেনকার আর্তি যেন নবমী রাত্রি শেষ না হয়,তাহলে জামাই ও আসবে না আর মেয়েকে নিয়ে যেতে ও পারবেনা। মেনকার মধ্য দিয়ে সমগ্র মাতৃ মনের ব্যকুলতাই প্রকাশিত হয়েছে। ❤️❤️❤️❤️
10/13/2021 • 1 minute, 20 seconds
"রাজু পাড়ে "-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম- ১৮৯৪খ্রীঃ ১২সেপ্টেম্বর। সাহিত্য সমাজের দর্পণ।সহজ সরল মানুষের জীবনের জয়গান গেয়েছেন তিনি। প্রকৃতি প্রেমিক লেখক সাধারণ মানুষের যথার্থ রূপকার। 'রাজু পাঁড়ে'এক সহজ সরল সাধারন মানুষ লেখকের লেখনিতে হয়ে অসাধারণ। বিশ্ব সাহিত্যে তাঁর রচিত উপন্যাস 'পথের পাঁচালী 'বিশ্ববন্দিত। তাঁর রচিত 'ছোটগল্প গ্রন্হ' আমাদের মূল্যবান সম্পদ। কোটি কোটি প্রণাম জানাই লেখ কের উদ্দেশ্যে যিনি ব্যক্তিগত জীবনে অনেক গরল পান করে ও আমাদেরকে উপহার দিয়েছেন বাংলা সাহিত্যের মাধ্যমে অমৃত আস্বাদন করার উপায়।
9/12/2021 • 23 minutes, 29 seconds
"আট বছর আগের একদিন "-জীবনানন্দ দাশ।
'পরিবর্তন 'জীবনানন্দ দাশের কবিতার একটি বিশেষ দিক।মৃত্যু শুধু মানুষের হয় না।মৃত্যু হয় বিভিন্ন জীব জন্তর,গাছের পাতার, সাথে কিছু মানুষের মূল্যবোধের,বিচার বিবেচনা ও বিবেকবোধের।কবি ছিলেন স্পর্শকাতর,তাঁর ব্যক্তিত্বের মূল কাঠামো ছিল একাকীত্ব। মানুষের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ওনা পাওয়ার বেদনা মনকে স্বাভাবিক ভাবেই ব্যথিত করে,তাই বলে মৃত্যু!!!! না না তা কেন হবে।সংগ্রাম ই জীবন, লড়াই করতে হবে। আর সেই লড়াইয়ের চিত্র গোটা জগৎ জুড়ে বিরাজমান। পৃথিবীর প্রতিটি জীবকনা নিজের সাধ্যমত নিজদেরকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে চলেছে ও চলে।কিন্তু তবু মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে কতটা জীবন সম্পর্কে বিমুখ হলে,বা কতটা কতটা কষ্ট বা নিরাসক্ত মানুষ অকালে ঝরে যায়। কিন্তু কবি তো জীবনের জয়গান, প্রেমের গান পরিবর্তনের পরে স্বপ্ন দেখার ইঙ্গিত দেন।
9/10/2021 • 6 minutes, 41 seconds
'মানুষ '/সাম্যবাদী-কাজী নজরুল ইসলাম।
পৃথিবীতে সব চেয়ে বড় ধর্ম মানবধর্ম। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যুগে যুগে মানুষের ই জয়গান গেয়েছেন। মান আর হুশ যার আছে সেই মানুষ। কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু অমানবিক ও অমানুষিক ঘটনা ঘটে যা আমাদেরকে স্তম্ভিত করে দেয়। জগৎবাসীর কাছে একটাই কামনা আসুন আমরা আর একটু মানবিক হয়ে উঠি।জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মনুষ্যত্ব ই হয়ে উঠুক আমাদের আসল ধর্ম। ❤️❤️❤️❤️🙏🙏🙏
8/29/2021 • 7 minutes, 47 seconds
"তালাক"!!!! -মহাশ্বেতা দেবী।
সম্পর্ক খুব সহজে ত্যাগ করা যায় না।পরিস্থিতির চাপে পড়ে কোনো অঘটন যদি ঘটে ও যায় তবু মন তাকেই চায়।❤️❤️❤️❤️
8/27/2021 • 17 minutes, 55 seconds
"পাশ-ফেল"-মাণিক বন্দ্যোপাধ্যায়।
দারিদ্রতা!!! আমাদের জীবনে অভিশাপের মতো।😭😭😭 এর উপায় কাজ, কিন্তু কাজ কোথায়,কে দেবে কাজ।আমাদের চারপাশে আমাদের কত পরিচিত কাজের জন্য পাণপন ছুটে চলেছে কোথায় কোথায় কিন্তু কাজ কোথায়। কত মানব সম্পদ হারিয়ে যাচ্ছে, তারা কাজ পেলে দেশের ভালোই হত।কিন্তু কাজ নেই,কে দেবে কাজ।এর জন্য কে দায়ী????? সমাধান কোথায় আছে????দেশের যুব সমাজকে কে পথ দেখাবে। সমাধান কোথায়?????
8/18/2021 • 9 minutes, 43 seconds
"বেটি"-সুশীল জানা
যে কোনো সন্তান বাবা মায়ের কাছে অনেক মূল্যবান।তবে অভাব অনেক কিছু দেখায়ও, সাথে অনেক কিছু শেখায়।নারী তুমি অনন্যা।
8/17/2021 • 36 minutes, 25 seconds
"কবির গল্প "-নির্মলকুমারী মহলানবীশ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুদের প্রতি ছিল অগাধ ভালোবাসা ও প্রবল স্নেহ। ❤️❤️❤️
8/16/2021 • 26 minutes, 46 seconds
"শুধু একটি ঠিকানা "-আশাপূর্ণা দেবী।
'ঠিকানা '!!!!! যার নেই সেই জানে কি যন্ত্রণা তাড়া করে ফেরে তাকে। 😔😔😔😔
8/12/2021 • 14 minutes, 48 seconds
"তোমার সৃষ্টির পথ "-রবীন্দ্রনাথ ঠাকুর।
জীবনের শেষ কবিতা রচনা করেছিলেন শুয়ে শুয়ে মুখে বলে বলে,লিখে রেখেছিলেন রানী চন্দ ৩০শে জুলাই ১৯৪১সালে। হে মহামরণ প্রণাম তোমায়।,🙏🙏🙏🙏🙏
8/8/2021 • 17 minutes, 48 seconds
"প্রশ্ন "-রবীন্দ্রনাথ ঠাকুর।
জাপানের দুই সমৃদ্ধশালী দেশ ছিল হিরোসিমা ও নাগাসাকি শহর ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে ১৯৪৫-এর ৫ই আগষ্ট রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে মার্কিন বোমারু বিমান 'গে এনোলো'যাত্রাশুরু করেছিল মার্কিন সমরঘাঁটি টিনিয়ান দ্বীপ অঞ্চল থেকে। হিরোসিমার আকাশে যখন 'গে এনোলো 'ঘোরাঘুরি করছিল, তখন ৬ই আগষ্টের অরুণ আলোয় প্রাণময়ী,হাস্যময়ী হিরোসিমা বুঝে উঠতে পারেনি কি ঘটতে চলেছে ওদের সাথে। সকালে আপন কাজে ব্যস্ত মানুষ ঘড়িতে তখন সকাল ৮টা১৫ মিনিট শহরের মাঝ বরাবর মাটি থেকে ৫৫০মিটার উপরে 'গে এনোলো' বোমারু বিমান থেকে নিক্ষিপ্ত পরমাণু বোমা বিস্ফোরিত হয়। সব কিছু শেষ হয়ে যায় মূহুর্তের মধ্যে। আজও জন্ম হয় বিকলাঙ্গ শিশুর। লক্ষ লক্ষ মৃত মানুষের বিদেহী আত্মার শান্তি কামনা করি। 🙏🙏🙏🙏🙏🙏
রসায়নশাস্ত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান অতুলনীয়। তাঁর প্রধান কৃতিত্ব হল তিনি বিষম ধাতুর মিলন ঘটিয়ে মা্রকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন।তাঁরই সনিষ্ঠ প্রচেষ্টায় ভারতের অতীত রসায়নচর্চার কথা বিশ্ববাসী জানতে পারেন। তাঁর প্রতিষ্ঠিত "বেঙ্গল কেমিক্যাল" প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের দ্বার খুলে যায়।
8/2/2021 • 12 minutes, 16 seconds
"আগামী পৃথিবীর জন্য "-সুনীল গঙ্গোপাধ্যায়।
প্রাকৃতিক সম্পদে শক্তিশালী হবে আমাদের পৃথিবী। আমাদের সচেতন হতে হবে আমাদেরই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো ভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি। প্রাকৃতিক সম্পদের যত্ম নিয়ে, পৃথিবীকে করে যাব শিশুর বাসযোগ্য ভূমি। 🙏🙏🙏🙏
8/1/2021 • 2 minutes, 1 second
"লাইব্রেরি "- রবীন্দ্রনাথ ঠাকুর।
"বই" এমন এক বন্ধু যে শুধু দেয়, বিনিময়ে নেয় না কোন ক িছু। বইকে যে ভালো বন্ধু করতে পেরেছে তাঁর কাছে দেশ-বিদেশের জ্ঞান, ভাব সাধনা অতি সহজে ধরা দিতে পারে।।।।।এখানে ভাষা চুপ করিয়া থাকে। বই ভালোবেসে পড়তে হবে ও অন্য কে পড়ার কথাও বলতে হবে।বই প্রিয় মানুষের কাছে বই হল পরম সখা।সবাই বই কে ভালোবেসে পড়ুন নিশ্চয় ই উপকার পাবেন। ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
8/1/2021 • 6 minutes, 39 seconds
"একটি মৃত্যু এবং আর একটি "-আশাপূর্ণা দেবী।
মানুষের মনের হদিস পাওয়া খুব কঠিন কাজ। তার থেকে কঠিন সময়!!!!!সময় যে কাকে কখন কোন রূপে অভিনয় করিয়ে নেয় আমরা তা অনেক সময় উপলব্ধি করতে পারি না।মনে হয় তখন যেটা করছি সেটা ঠিক করছি। কিন্তু পরক্ষণেই অনুতাপ হলেও পরিস্থিতির চাপে পড়ে অনেক অঘটন ঘটে যায়। চারপাশে থাকা বন্ধু-বান্ধব পরিবার-পরিজন বুঝে উঠতে পারে না কেন এত পরিবর্তন। কিন্তু যে পরিবর্তিত হয় সেই জানে কত বেদনার অশ্রু ঝরে, মন কত ক্ষত-বিক্ষত হয়।😭😭😭😭।মাঝে মাঝে সমাজের ভয়ে কত ভালো লাগা, ভালোবাসা বিসর্জন দিতে হয়,শুধু লোকদেখানো ভালো থাকার জন্য। কিন্তু মন কেঁদে চলে নিরন্তর.......🙏🙏🙏🙏🙏🙏
8/1/2021 • 36 minutes, 51 seconds
" সুভা"- রবীন্দ্রনাথ ঠাকুর।
"বাণী মোর নাহি,স্তব্ধ হৃদয় বিছায়ে চাহিতে শুধু জানি।।"-রবীন্দ্রনাথ ঠাকুর।
8/1/2021 • 47 minutes, 37 seconds
"শ্রীপতি সামন্ত "-বনফুল।
বাহ্যিক আড়ম্বর থাকলেই হয়না।মনটা যদি অন্তঃসারশূন্য হয়।অনেক মানুষের আড়ম্বর কম, কিন্তু মনটা আকাশের মত উদার।
নৌকার সৃষ্টির!!!! কিছু গুরুত্বপূর্ণ কথা লেখক খুব সংক্ষিপ্ত আকারে আমাদের জানিয়েছেন তাঁর লেখনীর মাধ্যমে। 🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♂️🚣♀️🚣♀️🚣♀️🚣♀️🚣♀️
7/30/2021 • 9 minutes, 33 seconds
"-আরণ্যক"-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রকৃতিপ্রেমিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোয়ের মতে,"জীবনের সার্থকতা অর্থ উপার্জনায় নয়,খ্যাতি প্রতিপত্তিতে নয়,লেকের মুখের সাধুবাদে নয়,ভোগে নয়-সে সার্থকতা শুধু আছে জীবনকে গভীরভাবে উপলব্ধি করার ভেতরে,বিশ্বের রহস্যকে বুঝতে চেষ্টা করবার আনন্দের মধ্যে। "-
7/30/2021 • 41 minutes, 56 seconds
"ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর"-হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়।
"দয়ারসাগর বিদ্যাসাগর "!!!!মহাশয়ের ১৩০ তম তিরোধান দিবসে জানাই শতকোটি প্রণাম ও ভালোবাসা। 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
7/29/2021 • 7 minutes, 53 seconds
"জাপানের পথে "-রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯১৬ সালে রবি ঠাকুর জাহাজে করে জাপান যাত্রা করেন। রেঙ্গুনে পৌঁছাবার আগে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়তে হয়। ঝড়ের দাপটে সমুদ্রের অট্টহাসি এই ভ্রমণ কাহিনীতে খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে।
7/28/2021 • 10 minutes, 54 seconds
"জোঁক "!!!-আবু ইসহাক।
"জনগণে যারা জোঁক -সম শোষে তারে মহাজন কয়,/সন্তান -সম পালে যারা জমি তারা জমিদার নয়।"!!!!!!......ফরিয়াদ -কাজী নজরুল ইসলাম।৷ জোঁক গল্পে মূলত বাংলার কৃষকদের তেভাগা আন্দোলনের ছবি ফুঁটিয়ে তুলেছেন লেখক। নিরক্ষর চাষিরা মিথ্যা দেনার দায়ে সর্বস্ব হারানোর শোকে জমিদারের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। অত্যাচারী চিরকাল অত্যাচর চালিয়ে যেতে পারে না। এক সময় অত্যাচারীকেও মাথা নত করে নিতে হয়।
7/28/2021 • 17 minutes, 33 seconds
"-অচেনা "রবীন্দ্রনাথ ঠাকুর।
মনের হদিস পাওয়া খুব সহজ নয়।😔😔😔তবে আমাদেরকে সহজ হয়েই এগিয়ে যেতে হবে।" 😊😊😊মন"!!!! নিয়ে মন না খারাপ করাই ভালো।🙏🙏🙏🙏🙏
দয়ারসাগর যুগে যুগে নব রূপে আস তুমি মোদের মাঝে। ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
7/27/2021 • 34 minutes, 21 seconds
"সিদ্ধি"-রবীন্দ্রনাথ ঠাকুর।
"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে/দেখতে আমি পাই নি"এই চাওয়া-পাওয়ার দ্বন্ধ আবহমানকাল ধরে চলে আসছে,আর অনন্তকাল ধরে চলবেও। তাই পিয়াসী মন বলতে থাকে....." আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে। "
7/25/2021 • 10 minutes, 2 seconds
সুয়োরানির সাধ - রবীন্দ্রনাথ ঠাকুর। ❤️❤️❤️🙏🙏🙏🙏
সন্তোষেই শান্তি। নিজের যেটুকু আছে তাই নিয়ে খুশি থাকতে পারলে তাতেই অনেক ভালো থাকা যায়। 👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏☺️☺️☺️☺️
7/24/2021 • 8 minutes, 49 seconds
স্মরণিকা -কবি কথা/ক্ষিতিমোহন সেন।
শিশুদের প্রতি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ছিল পরম স্নেহ ও ভালোবাসা। শিশুদের মধ্যে থাকতেই বেশি পছন্দ করতেন তিনি। শিশু -সুলভ আচরণ নিয়ে শিশুদের মধ্যে শিশুর মতোই মেতে থাকতেন। 😊😊🥰🥰❤️❤️❤️❤️❤️❤️🌈🌈🌈🍨🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌺🌺🌺🥀🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌼🌼🌼🌼🌸🌸🌸🏵️🏵️🏵️💮💮💮🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻
7/23/2021 • 13 minutes, 44 seconds
কবিতা পাঠ -"কুয়ার ধারে"-রবীন্দ্রনাথ ঠাকুর। 🙏🙏🙏🙏
সময় অনেক কিছুই দেয়,আবার অনেক কিছু কেড়েও নেয়। কিন্তু তার পরেও জীবন তরী বয়ে নিয়ে যেতে ই হয়।কারণ চলাই জীবন। 🙏🙏🙏🙏
7/7/2021 • 2 minutes, 1 second
কবিতা পাঠ।🙏🙏🙏
জীবনের যাত্রা পথে অনেক দুঃখ কে জয় করে নিতে হবে। নিজের মনকে যে বোঝাতে পারবে, যা পেয়েছি তাই বা কম কি????এতেই আমি খুশি। তাহলে ও অনেক না পাওয়ার মাঝে ও ভালো ভাবে বেঁচে থাকার রসদ পাওয়া যাবে।😊😊😊😊